অবশেষে ভেস্তে গেল ইয়েমেনে শান্তি ফেরাতে জাতিসংঘের প্রথম উদ্যোগ। শেষপর্যন্ত হুতি বিদ্রোহীরা জেনেভায় না পৌঁছানোয় বাতিল হয়ে গেল সরকারের সাথে তাদের আলোচনার সুযোগ।
আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ায় হুতিদের দায়ী করলেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিদ্রোহীদের দাবি- জেনেভায় যেতে সৌদি জোটের ছাড়পত্র পায়নি তারা। তাদের চাহিদা অনুযায়ী বিমানের ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করে তারা। গেল বৃহস্পতিবার জেনেভায় আলোচনা শুরুর কথা থাকলেও তিনদিনেও পৌঁছায়নি হুতি বিদ্রোহীরা। বরং আলোচনার আগে তিন দফা পূর্বশর্ত বেঁধে দেয় তারা। জানায় শর্ত পূরণের নিশ্চয়তা পেলেই বৈঠকে অংশ নেবে গোষ্ঠীটি। এর ফলে দু’দিনে দু’বার স্থগিত হয়েছে আলোচনার উদ্যোগ।
অন্যদিকে শনিবার জেনেভায় না পৌঁছালে হুতিরা আলোচনার সুযোগ হারাবে বলে হুঁশিয়ারি দেয় সৌদি আরব সমর্থিত হাদি সরকার। এদিকে বিদ্রোহীদের সাথে আবারও আলোচনার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন, ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস।
Leave a reply