দক্ষিণ আফ্রিকার রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬৩

|

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে ৬৩ জনের। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৪৩ জন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। খবর সিএনএন এর।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বলা হচ্ছে, আগুন ছড়িয়ে পড়া ভবনটিতে এখনও বহু মানুষ আটকা। সময়ের সাথে সাথে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও কমছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটিতে অন্তত ২০০ মানুষ বাস করতেন। রাজধানীর কেন্দ্রস্থল হিসেবে পরিচিত বাণিজ্যিক এলাকায় অবস্থিত এ ভবনটি। যা, ভবঘুরে এবং গৃহহীন মানুষদের বাসস্থান হিসেবেই বেশি পরিচিত।

ফায়ার ব্রিগেডকর্মীরা আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার তৎপরতাও চালাচ্ছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply