অভিষেক রাঙাতে পারলেন না তানজিদ তামিম

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ওপেনার তানজিদ তামিম শূন্য রানে সাজঘরে ফেরেন।

ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগাররা। অভিষেকে দ্বিতীয় ওভারে এসে স্ট্রাইক পান তানজিদ হাসান তামিম। তবে প্রথম ওয়ানডেটা সুখকর হলো না তার। অফ স্পিনার মাহেশ থিকসেনার একটি বল খেলার পরই পরাস্ত হন। ভেতরে ঢোকা বল পায়ে লাগিয়ে পরিস্কার এলবিডব্লিউর রায় মেনে চ্যালেঞ্জ না করে বেরিয়ে যান তিনি। ২ বলে কোনো রান করতে পারেননি এই ওপেনার।

শুরুর চাপ সামলাতে লড়াই করে যাচ্ছেন ওপেনার নাইম শেখ ও ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত। শেষ খবর পা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮ রান। নাইম শেখ ব্যাট করছেন ১০ রান নিয়ে ও নাজমুল হোসেন শান্ত আছেন ৮ রান করে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply