মিসরে মুসলিম ব্রাদারহুড নেতাসহ ৭৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

|

মিসরে মুসলিম ব্রাদার হুডের শীর্ষ নেতাসহ ৭৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। ২০১৩ সালে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়ার দায়ে এ রায় ঘোষণা করা হয়। শনিবারের এ রায়ে অব্যহতি পেয়েছে শাওকান নামের ফটোসাংবাদিক।

রায়ে উল্লেখ করা হয়, ২০১৩ সালে সামরিক সরকারের বিরুদ্ধে রাজধানী কায়রোর রাস্তায় সহস্র মানুষ বিক্ষোভ করে। এতে নিহত হয় শতাধিক বিক্ষোভকারী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মুসলিম ব্রাদার হুডের শীর্ষ নেতাদের মধ্যে ইসাম ইল-ইরিয়ান এবং মোহাম্মাদ বেলতাগিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া, মোহাম্মেদ বাদায়িকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। চলতি বছর জুলাই মাসে আরও ৭৫ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়।

৫ বছর আগের ওই বিক্ষোভে নিহতের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধের শামিল হিসেবে আখ্যা দেয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply