মুম্বাইয়ে শুরু হচ্ছে বিরোধী দলগুলোর জোট ‘ইনডিয়ার’ তৃতীয় বৈঠক

|

ফাইল ছবি।

মুম্বাইয়ে শুরু হচ্ছে ভারতীয় বিরোধী দলগুলোর জোট ‘ইনডিয়ার’ তৃতীয় বৈঠক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ও শুক্রবার (১ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী চলবে এই বৈঠক। এতে এবার অংশ নিচ্ছে ২৮টি দল। বৈঠকে থাকবেন দলগুলোর ৬৪ জন শীর্ষ নেতাও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এবারের বৈঠকে নেতৃত্ব দেবেন এনসিপি নেতা শারদ পাওয়ার। এরইমধ্যে বৈঠক স্থলে পৌঁছেছেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন কাশ্মিরি নেতা মেহবুবা মুফতি, আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়ালসহ ভারতের বিরোধী দলগুলোর প্রধানরা।

বৃহস্পতিবার বিকেলে জোট নেতারা ঘরোয়া আলোচনার পর নৈশভোজে অংশ নেবেন। শুক্রবার সকাল ১১টা থেকে সান্তাক্রুজের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত হবে মূল বৈঠক। মূলত সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা তৈরি হবে এবারের বৈঠকে। এর পাশাপাশি কে হবেন প্রধানমন্ত্রী, তাই নিয়েও চলবে আলোচনা।

এ নিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, আমরা আশা করছি এই বৈঠকের মাধ্যমে খুব শিগগিরই কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আমাদের প্রতি জনগণের আস্থা রয়েছে। বিজেপিকে যেকোনো মূল্যে ক্ষমতা থেকে হঠাবো আমরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply