লঙ্কানদের চেপে ধরেছে টাইগার বোলাররা

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে রয়েছে লঙ্কানরা। বাংলাদেশি বোলাররা শুরুটা দুর্দান্ত করেছে। তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামের পর লঙ্কান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান।

ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে ১৬৪ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিলেন বোলাররা। নিজের দ্বিতীয় ওভারে এসে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের ফুলার লেংথ ডেলিভারি খানিকটা ভেতরে ঢুকছিল, বলের লাইন মিস করায় বোল্ড হয়েছেন দিমুথ করুনারত্নে। বাঁহাতি এই ব্যাটার আউট হয়েছেন মাত্র ১ রানে। এদিকে আরেক ওপেনার পাথুম নিশানকাকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। 

বাঁহাতি এই পেসারের বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দিয়েছেন নিশানকা। ডানহাতি এই ওপেনার আউট হয়েছেন ১৪ রানে। তাতে মাত্র ১৫ রানেই শ্রীলঙ্কার দুই ওপেনারকে ফিরিয়ে দিলেন বাংলাদেশের পেসাররা। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা। তাদের দু’জনের জুটি ভাঙেন সাকিব আল হাসান।

বাঁহাতি এই স্পিনারের আর্ম বলে বোল্ড হয়েছেন ভুগতে থাকা মেন্ডিস। তিনে নামা এই ব্যাটার এদিন আউট হয়েছেন ২১ বলে ৫ রান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান। সাদিরা সামারাবিক্রমা ব্যাট করছেন ২৩ রান নিয়ে এবং চারিত্রা আসালাঙ্কা আছেন ৫ রান করে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply