জাবিতে ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ও এমআরডিআই এর যৌথ উদ্যোগে মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তে শিক্ষার্থীদের জন্য ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে এ কর্মশালা শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক সালমা আহমেদ কর্মশালাটি পরিচালনা করেন। এ সময় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন ড. মো. মোজাম্মেল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের সত্য-মিথ্যা যাচাইবাছাইয়ের পাশাপাশি নৈতিক হওয়া উচিত। যে তথ্য পান তা তুলে ধরলে সমাজে কী প্রভাব পরবে তা খেয়াল রাখা উচিত।

এছাড়া, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি রাকিব আহমেদ বলেন, ফ্যাক্ট চেকিং আলোচিত একটা বিষয়। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য ফ্যাক্ট চেকিং নতুন মাত্রায় কর্মস্থলের সুযোগ তৈরি করবে।

এই কর্মশালায় ফ্যাক্ট চেকিংয়ের ইতিহাস ও এর ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা হয়। তথ্য শনাক্তকরণের উপায় ও কীভাবে সমাজ এবং রাষ্ট্রে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ে তা শনাক্ত করা, তথ্য শনাক্তকরণের মূলনীতি, বিভিন্ন টুল ব্যবহার করে তথ্য যাছাই, ছবি ও ভিডিও শনাক্তকরণ, ফ্যাক্ট চেকিংয়ের রাজনৈতিক পলিসি আলোচনাসহ কর্মশালায় হাতে-কলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply