ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত সর্ববৃহৎ ছাত্র সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শিখা চিরন্তন গেট দিয়ে শুক্রবার (১ সেপ্টেম্বর) পৌনে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন তিনি। এরপর সম্মেলনের মূল মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন বঙ্গবন্ধু কন্যা।
সমাবেশে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় স্লোগান দিতে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে ছাত্রলীগ।
এই ছাত্র সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে সাজসাজ রব বিরাজ করছে। সমাবেশস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
এই সমাবেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে শপথ নেবে ছাত্রলীগ। ছাত্রসমাজের পাশাপাশি তরুণ ভোটারদের মাঝে পৌঁছাতে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের বার্তা নিয়ে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নেমে পড়বেন নৌকার জন্য ভোট প্রার্থনায় এমনটা প্রত্যাশা করছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। সমাবেশে আগত ছাত্রসমাজের স্লোগান ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।
/এমএন
Leave a reply