মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ড

|

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৭শ’র বেশি সমর্থককে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ নানা মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে ৭৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৪৭ জনকে দেয়া হয় যাবজ্জীবন।

সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন অনেক ধর্মীয় নেতাও। তাদের বিরুদ্ধে নিরাপত্তা ঝুঁকি তৈরি, দাঙ্গা উস্কে দেয়া এবং অবৈধভাবে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের অভিযোগ আনা হয়।

এ রায়কে ‘অন্যায় বিচার’ এবং মিসরের সংবিধানের সাথে সাংঘর্ষিক আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসির পতনের প্রতিবাদে ২০১৩ সালে রাজপথে নামেন হাজারও মানুষ। তারা রাজধানী কায়রোর রাবা আল-আদাবিয়া চত্বরে অবস্থান ধর্মঘটে অংশ নেয়। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে সেসময় প্রাণ হারান কয়েকশ’ বিক্ষোভকারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply