নিষেধাজ্ঞা বা ভিসানীতির ভয় দেখিয়ে লাভ নেই: প্রধানমন্ত্রী

|

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এই দেশ আমাদের, আমরাই স্বাধীন করেছি। তাই নিষেধাজ্ঞা বা ভিসানীতির ভয় দেখিয়ে লাভ নেই। শনিবার (২ সেপ্টেম্বর) এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনীতে সুধী সমাবেশে একথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবেই।

এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশবাসীর জন্য নতুন উপহার। দায়িত্ব নেয়ার পর থেকে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলে যানজট কমে আসবে।

বঙ্গবন্ধু কন্যা বলেন, করোনা সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কিছুটা প্রভাব পড়েছে বাংলাদেশে। না হলে দরিদ্র মানুষের সংখ্যা আরও কমে আসতো।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। কিন্তু এক শ্রেণির মানুষ দেশে গণতন্ত্র দেখতে পায় না।

তিনি বলেন, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। উজান ঠেলেই এগিয়ে যাবে নৌকা। দেশ যে আলোর পথে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে বলেও প্রত্যয় প্রধানমন্ত্রীর।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply