ইউএস ওপেনের নতুন রানী হলেন ২০ বছর বয়সী জাপানের নওমি ওসাকা। ফাইনালে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে প্রথম জাপানি হিসেবে কোন গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি।
এদিকে আম্পায়ারের ওপর ক্ষোভ প্রকাশ করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সেরেনা। মাতৃত্বকালিন ছুটির পর প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে কোর্টে নামেন সেরেনা উইলিয়ামস।
আর প্রথম জাপানি হিসেবে গ্রান্ডস্লামের লক্ষ্যে খেলতে নামেন নওমি। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও ৬-২ গেইমে প্রথম সেট জিতে শুরুটা দারুণ করেন ওসাকা। শেষে ৬-৪ গেইমের জয়ে প্রথম জাপানি হিসেবে গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন নওমি ওসাকা।
এদিকে ম্যাচ চলাকালে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ান ৩৬ বছর বয়সি সেরেনা। পরে লড়াইয়ে ফেরার চেষ্টা করে ব্যর্থ সেরেনা দ্বিতীয় সেটেও সুবিধা করতে পারেননি।
Leave a reply