বিরল উল্কাপাতের সাক্ষী হলো তুরস্ক। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে তুরস্কের এরজুরুম এবং গুমুশানে শহরগুলোতে তীব্র আলোর ঝলকানি দেখা যায়। খবর রয়টার্সের।
দেশটির জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুসারে, গুমুশানে প্রদেশের কয়েকটি এলাকায় উল্কাপিণ্ড পড়েছে। সেই দৃশ্য রাস্তায় একটি গাড়ির ড্যাশক্যামে ধরা পড়ে। রাতের আকাশে ছুটে আসা এসব উল্কাপিণ্ডে নানা রঙের আলোর ঝলকানি দেখা যায় । খবর বিবিসি’র।
রাতে ইরজুরুম শহরের আকাশে সবুজ রঙে ভরে উঠে। সেই দৃশ্য ধরা পড়ে আবাসিক ভবনের সিসিটিভিতে। ভিডিওতে দেখা যায়, উল্কাপাত আকাশে সবুজ রঙের ভেতর লুকোচুরি খেলছে। অসাধারণ সেই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করেন শহরের অসংখ্য মানুষ। অবশ্য উল্কাপাতে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
\এআই
Leave a reply