ব্যবসার দায়িত্ব সন্তানদের ওপর ছেড়ে দিচ্ছেন ধনকুবের মুকেশ আম্বানি

|

নানা জল্পনার পর এবার তিন সন্তানের হাতে ব্যবসার দায়িত্বভার তুলে দিচ্ছেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে এ তথ্য।

সংবাদ মাধ্যমটি জানায়, দেশটির বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদে নিয়োগ পেয়েছেন মুকেশ আম্বানির তিন সন্তান ইশা, আকাশ এবং অনন্ত আম্বানি। মূলত শেয়ার হোল্ডারদের অনুমোদনের সাপেক্ষেই নিশ্চিত হয়েছে তাদের দায়িত্বভার গ্রহণের বিষয়টি। এর মধ্য দিয়ে তৃতীয় প্রজন্ম আসছে বিশাল এই সম্রাজ্যের নেতৃত্বে। অবশ্য তিন সন্তানের হাতে ব্যবসা সপে দিলেও এখনই পদত্যাগ করছেন না মুকেশ আম্বানি।

২০২৯ সাল পর্যন্ত রিলায়েন্সের প্রধান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন পেয়েছেন তিনি।

১৯৭৭ সালে মাত্র ২০ বছর বয়সে রিলায়েন্সের পরিচালনা পর্ষদে যোগ দেন মুকেশ আম্বানি। এরপর ২০০২ সালে তার বাবা ধীরুভাই আম্বানির মৃত্যুর পর হন রিলায়েন্সের প্রধান ব্যবস্থাপনা পরিচালক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply