এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ম্যাচটি রূপ নিয়েছে বাঁচা-মরার ম্যাচে। সুপার ফোরে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ একাদশে মোট সাতজন বাঁহাতি ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছে। এছাড়াও ওয়ানডে অভিষেক হয়েছে শামীম পাটোয়ারী।
পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করছে টাইগাররা। ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। টিকে থাকার লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। গত ম্যাচে নিষ্প্রভ থাকা মোস্তাফিজের বদলে দলে ঢুকেছেন হাসান মাহমুদ। এছাড়াও বাদ পড়েছেন শেখ মেহেদী ও গত ম্যাচে অভিষিক্ত তানজীদ হাসান তামিম। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী।
টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেললেও বাংলাদেশের ওয়ানডে জার্সিতে এখনো খেলা হয়নি বাঁহাতি ব্যাটার শামীমের। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। এরপর বাংলাদেশের ওয়ানডে দলে সুযোগ মিললেও একাদশে সুযোগ মেলেনি শামীমের। অবশেষে লাল সবুজের ওয়ানডে জার্সিতে অভিষেক হলো এই বাঁহাতি ব্যাটারের।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান।
/আরআইএম
Leave a reply