ফিফা র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা তুলনামূলক শক্তিশালী আফগানিস্তানের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও গোল বের করতে পারেননি রাকিব-মোরসালিনরা। ম্যাচে মুহুর্মুহু আক্রমণ করেও মোরসালিন-রাকিবদের সহজ মিসে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ক্যাবরেরার শিষ্যদের।
রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসা আফগানদের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হয়েছে কিংস অ্যারেনায়। দেশের ফুটবলে দর্শকের আকালের মধ্যেও নতুন অভিষিক্ত ভেন্যুতে থাকা হাজার দেড়েক দর্শকের নিরন্তর উৎসাহ জুগিয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখে একের পর এক আক্রমণ হানে স্বাগতিকরা।
ম্যাচের ১৭ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে মোরসালিনের শট ক্লিয়ার করেন আফগান ডিফেন্ডার। ২২ মিনিটে দারুণ এক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। মোরসালিনের বাড়িয়ে দেয়া বল ডি বক্সের ভেতর পেয়ে যান রাকিব। তার শট ব্লক করে দলকে রক্ষা করেন আফগানিস্তানের মোসওয়ার আহাদি। এরপর পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে আফগানিস্তানও। ডিফেন্ডার তারিক কাজী এ যাত্রা রক্ষা করেন বাংলাদেশকে।
ম্যাচের ২৮ মিনিটে গোলরক্ষকের ভুলে বড় বিপদ হতে পারতো আফগানিস্তানের। ডি বক্স ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছিলেন ফয়সাল আহমাদ আহাদি। সেই সুযোগ কাজে লাগাতে মোরসালিনের উদ্দেশে লম্বা করে বল বাড়ান রাকিব। তবে তার বল পাওয়ার আগেই ক্লিয়ার করে দেন আফগান গোলরক্ষক। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুইদল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি তৈরি করেন রাকিব। ছোট বক্সের ভেতর থেকে রাকিব বল বাড়ান মোরসালিনের দিকে। ফাঁকা জায়গায় একা দাঁড়িয়ে থাকা মোরসালিন ক্রসবারের ওপর দিয়ে শত মারলে সহজ সুযোগটি নষ্ট হয়। চোট পেয়ে ৫৮ মিনিটে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারেক কাজী। তিন মিনিট পর জামাল ভূঁইয়ার পরিবর্তে সাদ উদ্দিনকে মাঠে নামান ক্যাবরেরা। তারেকের বদলে নামেন ফয়সাল আহমেদ ফাহিম।
মাঠে নেমেই পরের মিনিটে ফাহিম আক্রমণে উঠেছিলেন। তৈরি করেছিলেন গোলের সুযোগও। কিন্তু সময়ক্ষেপন করে সেটি নষ্ট করেন রাকিব। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে সংঘর্ষে ইনজুরিতে পড়েন মোহাম্মদ হৃদয়। আঘাত গুরুতর পাওয়ায় ৬২ মিনিটে মাঠ ছেড়ে যান। তার পরিবর্তে নামেন মজিবর রহমান জনি। ৮০ মিনিটে মোরসালিনের জায়গায় রবিউল হাসান মাঠে নামেন। ম্যাচে এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে গড়ালেও জালের দেখা খুঁজে পায়নি কোনো দল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে ক্যাবরেরার শিষ্যরা।
/আরআইএম
Leave a reply