গোটা দেশকে ভয়ের আবরণে ঢেকে দিয়েছে সরকার: মির্জা ফখরুল

|

ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গোটা দেশকে একটা ভয়ের আবরণে ঢেকে দিয়েছে সরকার। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আদালত, প্রশাসন বলতে কিছু নেই। যা আছে সব আওয়ামী লীগের জন্য।

রোববার (৩ সেপ্টেম্বর) রোহিঙ্গা সংকট নিয়ে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত সেমিনারে দলের মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গারা আঞ্চলিক নিরাপত্তার জন্য অনেক বড় সমস্যা। কিন্তু সংকট নিরসনে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও চিন্তার কারণ বলে মনে করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, জনসমর্থনহীন সরকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাঁড়ানোর কোনো শক্তি নেই। জনগণের অধিকার রক্ষায় সোচ্চার হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply