ইসরায়েলের বিচার বিভাগীয় সংস্কার বিলের ইস্যুতে চলতি মাসে পিটিশনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। দেশটির রাজধানীতে বিক্ষোভ-আন্দোলন অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা। খবর রয়টার্সের।
শনিবার (২ সেপ্টেম্বর) ৩৫তম সপ্তাহের মতো রাজধানী তেল আবিবের রাস্তায় নামেন হাজারও মানুষ। সরকারের বিচারিক সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিলো ‘রেড অ্যালার্ট ফর ডেমোক্র্যাসি’ লেখা বিশাল ব্যানার। কাপলান চত্ত্বরে একের পর এক সরকার বিরোধী স্লোগান দেন তারা। নাগরিকদের অভিযোগ, কট্টর ডানপন্থী প্রশাসনের কারণে ইসরায়েলে বাড়ছে বিভাজন, উগ্রপন্থার মতো নেতিবাচক বিষয়গুলো।
এদিকে, জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবনও ঘেরাও করা হয়। গত বছর ক্ষমতায় বসেই সর্বোচ্চ আদালতের ক্ষমতা কমানোর প্রস্তাব তোলে নেতানিয়াহু সরকার। পার্লামেন্টে সেটা পাসও হয়। কিন্তু সাধারণ ইসরায়েলিদের সমর্থন না থাকায় মুখোমুখি হয় আদালতের। বিক্ষোভকে সমর্থন জানানোয় সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল এবং নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পড়তে হচ্ছে জবাবদিহিতার মুখে।
/এএম
Leave a reply