মস্কোয় ধারাবাহিক ড্রোন হামলার ঘটনার মধ্যে ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় পাল্টা আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, কৃষ্ণসাগরীয় বন্দরটিতে গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনায় আঘাত হানে ড্রোনগুলো। খবর রয়টার্সের।
গত ২৪ ঘণ্টায় দানিউবে অন্তত ২৫টি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে ২২টিই প্রতিহতের দাবি করেছে কিয়েভ। তুমুল লড়াই চলছে পূর্বাঞ্চলের বাখমুত আর দক্ষিণাঞ্চলেও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, অস্থায়ী বন্দর দিয়ে আরও দুটি জাহাজ ইউক্রেন ছেড়ে গেছে। নিঃসন্দেহে আমরা দেশকে রক্ষা করবো, পুরো ভূখণ্ডের বিজয় ছিনিয়ে আনব। কৃষ্ণসাগর বন্দরে আবারও আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।
যদিও পাল্টা হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। তবে ধারণা করা হচ্ছে, মস্কোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শস্য রফতানি অব্যাহত রাখায় বন্দরে হামলা জোরদার করেছে রাশিয়া। চলমান যুদ্ধে প্রশ্নবিদ্ধ রুশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে পুতিন প্রশাসন। এ লক্ষ্যে চলতি বছর আরও ২ লাখ ৮০ হাজার সেনা চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত বছর জুনে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় শস্যচুক্তি সই করে রাশিয়া। সম্প্রতি সে চুক্তি থেকে বেরিয়ে আসে পুতিন প্রশাসন। তবে রাশিয়ার আপত্তি সত্ত্বেও কৃষ্ণসাগরীয় বন্দরের বিকল্প পথে শস্য রফতানি অব্যাহত রাখার কারণে মস্কোর রোষানলে পড়ে দেশটির বন্দরগুলো।
/এএম
Leave a reply