ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হলো রেজনিকভকে

|

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবারও এলো রদবদল। রোববার (৩ সেপ্টেম্বর) প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সাই রেজনিকভকে অপসারণের ঘোষণা দেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

ওলেক্সাই রেজনিকভ ২০২১ সালের নভেম্বরে গুরুত্বপূর্ণ পদটিতে নিয়োগ পান। পরের বছরই দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই সময় ফ্রন্টলাইন সামলানোর পাশাপাশি ইউক্রেনের জন্য সামরিক তহবিল বরাদ্দে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

কিন্তু রুশ বাহিনীকে প্রতিরোধে নতুন কৌশল প্রয়োজন। সমাজের সাথে সেনাবাহিনীকে যুক্ত করা প্রয়োজন, এমন ধারণা থেকেই আসে এই রদবদল। চলতি সপ্তাহেই শূন্য পদে রুস্তেম উভেরভকে বসাতে চলছে তোড়জোড়।

এরইমধ্যে পার্লামেন্ট সদস্যদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ভোলদেমির জেলেনস্কি। ৪১ বছরের উমেরভ ক্রাইমিয়ার তাতার জনগোষ্ঠীর সংসদ সদস্য। একইসাথে তিনি স্টেট প্রোপার্টি ফাণ্ডের প্রধান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply