এলিভেটেড এক্সপ্রেসওয়ে: দ্বিতীয় দিনে গাড়ির চাপ বেড়েছে, উঠা-নামায় ধীরগতি

|

যানবাহন চলাচলে উন্মুক্ত হওয়ার দ্বিতীয় দিন সোমবারে (৪ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বেড়েছে। তবে উঠা-নামার স্থানগুলোতে ধীরগতি লক্ষ্য করা গেছে।

গতকাল রোববার ভোর ছয়টা থেকে এই উড়াল মহাসড়কে যানচলাচল শুরু হয়। এটি ব্যবহার করে ১০ থেকে ১২ মিনিটের মধ্যে বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে ফার্মগেট পৌঁছেছে সাধারণ মানুষ। তাতে উচ্ছ্বসিত যাত্রীরা। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্বিঘ্ন যাত্রায় স্বস্তির কথাও জানান তারা।

আজ সোমবার বেলা বাড়ার সাথে সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের সংখ্যা। বিশেষ করে ব্যক্তিগত গাড়িগুলো ভোগান্তি এড়িয়ে নির্বিঘ্নে এই পথ পাড়ি দিতে পারছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply