‘জাওয়ান’ মুক্তি দিলে আন্দোলন গড়ে তোলা হবে: দেলোয়ার জাহান ঝন্টু

|

ছবি: সংগৃহীত

বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ ঝড়ের রেশ কাটতে না কাটতেই যেন আবারও ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেতার নতুন সিনেমা ‘জাওয়ান’। এক দিন পর বাংলাদেশে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ‘জওয়ান’ মুক্তি দিতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

ঝন্টু বলেন, ‘জাওয়ান’ মুক্তি দেয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বঙ্গবন্ধু বারণ করেছেন হিন্দি সিনেমাকে। সেটা কীভাবে মুক্তি পাচ্ছে নিয়ম ভেঙে? ঝন্টু আরও বলেন, একই সপ্তাহে দেশে দুটি সিনেমা মুক্তি পায়। এখানে আর অন্য কোনো সিনেমা মুক্তি দেয়া সম্ভব না। যদি কোনোভাবে মন্ত্রণালয় এটা মুক্তি দেয়, তাহলে আমরা পথে নামবো। আন্দোলন করা ছাড়া আমাদের উপায় থাকবে না।

বাংলাদেশে সিনেমা মুক্তি পায় সাধারণত শুক্রবার। তাই বৃহস্পতিবার ‘জাওয়ান’ মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রযোজক সমিতির নিয়ম মেনে বাংলাদেশে যদি শুক্রবার (৮ সেপ্টেম্বর) ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়, সেখানেও রয়েছে খানিক জটিলতা।

উল্লেখ্য, গত মে মাসে সরকার সিদ্ধান্ত নেয়, বছরে ১০টি হিন্দি ছবি আমদানি করে বাংলাদেশে মুক্তি দেয়া যাবে। এই নীতিমালায় গত ১৯ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা। ভারতে মুক্তির প্রায় চার মাস পর বাংলাদেশে এলেও ছবিটি সাড়া পেয়েছিল বেশ। তবে গত ২৫ আগস্ট মুক্তি পাওয়া সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ খুব একটা সাড়া ফেলতে পারেনি।

/এআই /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply