হুন্ডির বাজার শক্তিশালী হয়ে উঠায় দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে বিপর্যয় নেমে এসেছে। গত আগস্টে দেশে রেমিট্যান্স প্রবাহ কমেছে সাড়ে ২১ শতাংশ। এর আগে, গত জুলাইয়েও রেমিট্যান্স ৫ দশমিক ৮ শতাংশ কম এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে ১৬০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ডলার। সে হিসেবে গত মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ কমেছে সাড়ে ২১ শতাংশ।
প্রায় দুই বছর ধরে দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। আমদানি দায় ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছে দেশের ব্যাংকগুলো। এ অবস্থায় প্রবাসী আয় দেশের অর্থনীতিতে রক্তসঞ্চার করে আসছিল।
তবে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই রেমিট্যান্স প্রবাহে বড় বিপর্যয় ব্যাংকিং খাতের বিদ্যমান সংকট বাড়িয়ে তুলেছে।
/এমএন
Leave a reply