৫ বছরের জন্য ট্রেড লাইসেন্স ইস্যু করবে ঢাকা দক্ষিণ সিটি

|

এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যবসা প্রতিষ্ঠান ৫ বছরের জন্য ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করতে পারবে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে একথা জানান দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

তবে পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ রাসয়ানিক কারখানা শ্যামপুরে স্থানান্তর করা না হলে, সেসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হবে না বলেও জানান তিনি।

তাপস বলেন, প্রতি বছর ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়রানির শিকার হতেন। নতুন ব্যবস্থায় সেটা আর থাকবে না; সব হবে অনলাইনে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply