আলোচনার মাধ্যমে সংকট সমাধান করবে তুরস্ক-ইরান

|

সীমান্ত সংঘাত, সন্ত্রাসবাদসহ বিভিন্ন সংকট আলোচনার মাধ্যমে সমাধান করবে তুরস্ক-ইরান। এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ নাহিয়ান।

রোববার (৩ সেপ্টেম্বর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বসেন তারা। এ সময় তিনি বলেন, সব দেশের জন্যই স্বার্বভৌমত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই ইরান, তুরস্ক এবং সিরিয়ার উচিত আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের উদ্যোগ নেয়া। বিশেষ করে শরণার্থী ইস্যুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ইরান ও তুর্কি দ্বিপাক্ষিক বাণিজ্যে ৩০ বিলিয়ন ইউরোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান এবং আঙ্কারার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট নয়। তিনি বলেন, ৩০ বিলিয়ন ইউরোর বাণিজ্যক লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য।

দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো ইরান সফর করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply