লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ১৫১ বিপদগ্রস্ত বাংলাদেশিকে দেশে প্রেরণ করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএম’র সহযোগিতায় তাদের দেশে পাঠানো হয়। আগামীকাল ভোর ৬টা ৪৫ মিনিটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
দেশটিতে দায়িত্বরত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার প্রত্যাবাসনকৃত অভিবাসীদের সাথে বেনগাজীর বেনিনা বিমানবন্দরে সাক্ষাৎ করে তাদের বিদায় জানান। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন।
এর আগে, দূতাবাস থেকে গত ৩১ জুলাই লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ডিটেনশন সেন্টারে আটক ১৩১ জন বাংলাদেশিকে মুক্ত করে আইওএম’র সহযোগিতায় দেশে পাঠানো হয়।
এটিএম/
Leave a reply