বাহরাইনে দূতাবাস চালু করলো ইসরায়েল

|

সম্পর্ক স্বাভাবিকের তিন বছর পর বাহরাইনে দূতাবাস চালু করলো ইসরায়েল। সোমবার (৪ সেপ্টেম্বর) দেশটির মানামায় তেল আবিবের কূটনৈতিক দফতর উদ্বোধন করা হয়। খবর রয়টার্সের।

এ সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন উপস্থিত ছিলেন। দিনটিকে ঐতিহাসিক আখ্যা দেন তিনি। আর বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ আল জায়ানি বললেন, দূরত্ব সরিয়ে দুই দেশের মধ্যে সেতুবন্ধনের প্রতীক এই দূতাবাস।

ইসরায়েলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ী এ উপলক্ষ্যে মানামা সফরে রয়েছেন। এলি কোহেনের নেতৃত্বে বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সাথে সাক্ষাৎ করেন তারা।

তখন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা হয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক হয় মুসলিম দেশ বাহরাইনের। সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদানের সাথেও কূটনৈতিক মিশন চালু করেছে তেল আবিব।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply