দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘নেভাদা ডেজার্ট বা বার্নিংম্যান ফেস্টিভ্যাল’। এতে আটকা পড়েছেন ৭২ হাজারের কাছাকাছি মানুষ। যাদের বেশিরভাগই উৎসবে আগত পর্যটক। খবর রয়টার্সের।
তাছাড়া, আয়োজক কমিটি ও কর্মীরাও রয়েছেন আটকে পড়াদের তালিকায়। গেলো কয়েকদিনের টানা বৃষ্টিতে মরুভূমিতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। কাঁদামাটির কারণে গাড়ি চলাচলের ওপরও জারি করা হয় নিষেধাজ্ঞা। যে কারণে ৮ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দেয় যানজট।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর নাগাদ যানবাহন চলাচল শুরু হবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। বাসযোগে পর্যটকদের নেয়া হবে প্রতিবেশি শহর রেনোতে। কিন্তু অনেকেই নিজ উদ্যোগে রওনা হয়েছেন বাড়ির পথে। বৈরী আবহাওয়ার কারণে এবারের উৎসবে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হয়নি।
/এমএন
Leave a reply