মালিক সমিতির দ্বন্দ্বে এখনও বন্ধ ঢাকা-রাজবাড়ী রুটের বাস চলাচল

|

বাস মালিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে বন্ধ রয়েছে ঢাকা থেকে রাজবাড়ী রুটের বাস চলাচল। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার সকাল থেকে বাস বন্ধ করে দেন বাস মালিকরা। এতে কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে ফিরে যাচ্ছেন যাত্রীদের অনেকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যাদের জরুরি প্রয়োজন রয়েছে তারা বিকল্প উপায়ে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন। এতে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি খরচ।

পরিহন শ্রমিকরা জানান, ঢাকার শ্যামলী পরিবহনের বাস রাজবাড়ী রুটে চলাচলের সময় আটকে দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি। এরপর থেকে রাজধানীর গাবতলীতে রাজবাড়ীর কোনো বাস ঢুকতে দিচ্ছে না ঢাকার বাস মালিক সমিতি। বাস চলাচল কখন শুরু হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

/এমএইচ/এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply