সানি দেওলের সঙ্গে শাহরুখ, ‘গাদার টু’র সাকসেস পার্টিতে এলেন আমির-সালমানও

|

'গাদার টু'র সাকসেস পার্টিতে দেখা গেল আমির, সালমান ও শাহরুখ খানকে। ছবি: ফেসবুক

আগস্ট মাসে ঘুরে গেছে বলিউড বাণিজ্যের চাকা। অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে হিন্দি সিনেমার বক্স অফিসের জোয়ার। ১১ আগস্ট মুক্তি পেয়েছে ‘ওএমজি টু’ ও ‘গাদার টু’ সিনেমা। দুটি হিন্দি সিনেমাই বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। ২৫ আগস্ট মুক্তি পাওয়া ‘ড্রিম গার্ল টু’ সিনেমাও ভালো ব্যবসা করছে। এই তিনটি সিক্যুয়েল সিনেমাই পাল্টে দিয়েছে বলিউড বক্স অফিসের হিসাব নিকাশ।

তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘গাদার ২’ সিনেমা নিয়ে। আলোচনায় রয়েছেন এ সিনেমার নায়ক সানি দেওল। সিনেমাটি এক মাসের কম সময়ে ৬০০ কোটি রুপির বেশি আয় করেছে। এই সফলতা উদ্‌যাপন করতে আয়োজন করা হয় ‘সাকসেস পার্টি’র। সেই পার্টিতে যোগ দিয়েছিলেন এক ঝাঁক বলিউড তারকা। যোগ দিয়েছিলেন তিন খান– আমির, সালমান ও শাহরুখ খান। অনুষ্ঠানে আরও হাজির হয়েছিলেন অক্ষয় ও কাজল দম্পতি। শাহরুখ খানকে দেখে ভক্তদের চক্ষু চড়কগাছ! কারণ, বলিউড বাদশার সঙ্গে দীর্ঘদিন মুখ দেখাদেখি বন্ধ ছিল সানি দেওলের। হঠাৎ তাদের একসঙ্গে দেখে অনেকের মনে প্রশ্ন, দীর্ঘদিনের দুই বন্ধুর শীতল সম্পর্কের কি বরফ গললো তবে?

শাহরুখ-সানি দেওলের দ্বন্দ্বের শুরু ১৯৯৩ সালে। তখন মুক্তি পাওয়া ‘ডর’ সিনেমাটির নায়ক ছিলেন সানি দেওল কিন্তু সিনেমা মুক্তির পর তেমন কোনো প্রশংসাই পাননি তিনি। সব প্রশংসা জোটে খলনায়কের ভূমিকায় অভিনয় করা শাহরুখ খানের। পরে সানি দেওল জানিয়েছিলেন, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান তার সঙ্গে কথার বরখেলাপ করেছে। অর্থাৎ তিনি বুঝিয়েছিলেন, তার চরিত্রটিকে গ্লোরিফাই না করে করা হয়েছিল শাহরুখের চরিত্রটিকে।

‘গাদার ২’ সিনেমার বরাতে এক হলো দুই বলিউড তারকা। ছবি: ফেসবুক

পরবর্তী সময়ে এই দুই তারকার কথা বলা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন কোনো অনুষ্ঠানে তাদের একসাথে দেখা যেতো না। কিন্তু দুই তারকার ‘ঠান্ডা যুদ্ধ’ শেষ হলো ‘গাদার ২’ সিনেমার কল্যাণে। সম্প্রতি শাহরুখ খান তার টুইটারে ‘গাদার ২’ সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মুখ খোলেন সানি দেওলও। তিনি জানান, এই সিনেমার বরাতে কিং খানের সঙ্গে তার কথা হয়েছে। ‘সাকসেস পার্টি’র আসরে দুজনকে একসাথে দেখে আনন্দের জোয়ার বইছে যেন লাখো ভক্তদের মনে।

উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পায় সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গাদার: এক প্রেম কথা’। সেবছর সেরা ছবির তকমা পায় ছবিটি। ২২ বছর পর আমিশা ও দেওল আবারও জুটিবদ্ধ হলো ‘গাদার টু’তে। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply