ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেলো ২ ফিলিস্তিনির

|

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের আগ্রাসনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রাণ হারিয়েছেন দুই ফিলিস্তিনি। ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, নিহতদের মধ্যে একজন ১৭ বছরের কিশোর। তাকে জেরিকো শহরের বাসিন্দা মোহাম্মদ জুবাইদাত হিসেবে শনাক্ত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযোগ, জর্ডান উপত্যাকায় সেনাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করছিল ওই কিশোর। তাকে প্রতিরোধে গুলি ছুড়ে সেনারা।

এর কয়েক ঘণ্টা আগেই তুলকারেম এলাকায় নূর শামস শরণার্থী শিবিরে উচ্ছেদ অভিযান চালায় ইসরায়েল। এ সময় বেশকিছু ভবন বুলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয়। গোলাগুলিতে এক বাসিন্দার মৃত্যু হয়, ২১ জনকে আটক করে ইহুদি সেনাবহর। চলতি বছর ইসরায়েলি আগ্রাসনে ২৩৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply