এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তানের বিপক্ষে টাইগারদের খেলতে হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বুধবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ।
‘এ’ গ্রুপে থাকা পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ২৬৫ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখে পাকিস্তান। কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস মাঠে গড়ায়নি। যে কারণে খেলা পরিত্যক্ত হয়। আর তাতে গ্রুপে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে এশিয়া কাপের স্বাগতিক পাকিস্তান।
অন্যদিকে, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বড় জয়ে সুপার ফোর নিশ্চিত হয় টাইগারদের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ আসে। দুর্দান্ত ফর্মে থাকা শান্ত ইনজুরির কারণে ছিটকে পড়েন দল থেকে।
দুই দল এখন পর্যন্ত ৩৭বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচে।
/এমএন
Leave a reply