টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন লিটন

|

এশিয়া কাপের সুপার ফোরে আজ মাঠে নামছে বাংলাদেশ। ছবি: এএফপি

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।

দলে এসেছে এক পরিবর্তন। ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন ইনফর্ম ওপেনার নাজমুল হোসেন শান্ত। তার বদলে জ্বর কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস।

দুই দলের সর্বশেষ পাঁচ ওডিআইয়ের ফলাফল বাংলাদেশের পক্ষে কথা বলে। চারটিতেই জিতেছে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচে জেতে বাবরের দল। এরপর গত চার বছরে আর মুখোমুখি হয়নি দুই দল। ওয়ানডে র‍্যাঙ্কিংয়েই এখন ১ নম্বর দল পাকিস্তান এবং বাংলাদেশ রয়েছে সাতে।

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ,  সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, ফাহিম আশরাফ, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply