পাকিস্তানের বোলিং তোপে পুড়ছে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের তিন তারকা পেসার নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের গতির শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম শেখ ও তাওহিদ হৃদয়। যার ফলে পাওয়ারপ্লে’তে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগের ম্যাচের মতো এদিনও উদ্বোধনী ব্যাটার হিসেবে নামেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে সেঞ্চুরি করা মিরাজ পাকিস্তানের বিপক্ষে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ওভারে নাসিম শাহর করা প্রথম বলেই স্কয়ার লেগে ফখর জামানকে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ।

ছবি: সংগৃহীত

এরপর শুরুর বিপর্যয় সামাল দেন লিটন দাস ও নাইম শেখ। অবশ্য এই দু’জনের জুটি বেশিদূর এগোতে দেননি শাহীন আফ্রিদি। তার করা শর্ট লেন্থের বাড়তি বাউন্স পাওয়া বল খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছেন লিটন। ৪টি চারের সাহায্যে লিটনের ব্যাট থেকে এসেছে ১৬ রান।

এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি নাইম শেখ। ভালো শুরু পেলেও তিনি ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। হারিস রউফের ওপর চড়াও হতে গিয়ে বাংলাদেশের এই ওপেনার টপ এজ হয়েছেন ব্যক্তিগত ২০ রানে। নামের প্রতি সুবিচার করতে পারেননি তাওহিদ হৃদয়ও। রউফের ১৪৫ গতির বলে যেন চোখেই দেখেননি। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই তরুণ ব্যাটার। হৃদয় ২ রানে ফিরলে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান। সাকিব আল হাসান ব্যাট করছেন ৯ রানে এবং মুশফিকুর রহিম ব্যাট করছেন ৬ রান নিয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply