Site icon Jamuna Television

আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়: বর্ষা

সংগৃহীত ছবি।

ক্লিপস কেটে বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় বেশ রেগেছেন চিত্র নায়িকা বর্ষা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো।

বর্ষা আরও লিখেছেন, এটা নিয়ে এরইমধ্যে আমার আইনজীবী কাজ করছে। বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।

এদিকে বর্ষার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও সহমত পোষণ করেছেন। ভক্তদের মতে, কোনোভাবে বর্ষার সম্মানহানি করা হলে অভিযুক্তদের শাস্তি পাওয়া উচিত। 

/এআই

Exit mobile version