নোবেল পুরস্কার পেলেই কি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেয়া মওকুফ হয়, প্রশ্ন তথ্যমন্ত্রীর

|

ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ড. মুহাম্মদ ইউনূসের ওপর আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, নোবেল পুরস্কার পেলেই কেউ আইনের ঊর্ধ্বে উঠে যায় না। প্রশ্ন রাখেন, নোবেল পুরস্কার পেলেই কি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেয়া মওকুফ হয়?

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে ড. জেবউননেছা রচিত “বেদনাতুর ১৯৭৫ এর আগস্টের শহীদের আলেখ্য” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। এটিই প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগ সরকারের সাথে আছে।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি বলেছেন, তাদের (বিএনপি) আন্দোলন ভিন্ন খাতে নেয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রসঙ্গ আনা হয়েছে। আমি ড. ইউনূসের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখেই বলতে চাই—নোবেল পুরস্কার পেলেই কি কেউ আইনের ঊর্ধ্বে? দেশের রাষ্ট্রপতি হলে কি কেউ আইনের ঊর্ধ্বে?

তিনি আরও বলেন, হোসাইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, তাকেও কয়েক বছর জেলখানায় কাটাতে হয়েছে৷ এ দেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনিও শাস্তি ভোগ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকেও কিছু দিনের জন্য জেলখানায় যেতে হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply