অধরা এশিয়া কাপ ছোঁয়ার স্বপ্ন নিয়ে দুবাইয়ের পথে বাংলাদেশ

|

এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে বাংলাদেশ ক্রিকেট দল। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে টাইগাররা, বিমানে ওঠার আগে বলে গেছেন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে ১ম ম্যাচকেই টার্নিং পয়েন্ট মনে করেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ১৫ সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ।

মাঠে সামনে থেকে নেতৃত্ব দেয়া মাশরাফী এয়ারপোর্টে এলেন দেরিতে। গণমাধ্যমের সাথে কথা
কথা বলেননি তিনি, তবে দলের হয়ে এশিয়া কাপের বার্তাটা দিয়ে গেলেন মুশফিকুর রহিম।

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এশিয়া কাপ খেলতে যাচ্ছে টিম বাংলাদেশ।

দলগত এমন লক্ষ্যের পেছনে আছে ব্যক্তিগত অপেক্ষা। মিথুনের ফেরার অপেক্ষা, রনির ওয়ানডে অভিষেক কিংবা মিরাজের ১ম এশিয়া কাপ খেলার রোমাঞ্চ- সবকিছুর নিশানা অবশ্য একটাই। এশিয়া কাপটা ছুঁয়ে দেখা।

দলের অনুশীলনে না থাকলেও, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ছিলেন আরেক কাণ্ডারি রিয়াদ। আপাতত প্রথম ম্যাচকেই পাখির চোখ করেছেন তিনি। বলেছেন, আমাদের লক্ষ্য থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা।

ভিসা জটিলতা দলের সাথে যেতে পারেননি রুবেল হোসেন ও ম্যানেজার খালেদ মাহমুদ। আর ইনজুরির কারণে কয়েকদিন দেরিতে যাবেন তামিম। আর, মাশরাফীদের আগেই দুবাই পৌঁছে যাওয়ার কথা তুরুপের তাস সাকিব আল হাসানের।

যমুনা অনলাইন: টিএ/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply