বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য লকি ফার্গুসনের নেতৃত্বে খেলতে আসছে নিউজিল্যান্ডের অপেক্ষাকৃত দুর্বল একটি দল। একই পথে হাঁটতে পারে বাংলাদেশও। স্বাগতিক দলে নাও থাকতে পারেন অধিনায়ক সাকিব আল হাসান। তাসকিন-শরিফুল-শান্তদেরও দেয়া হতে পারে বিশ্রাম। সব ঠিক থাকলে ফিরবেন তামিম ইকবাল, খেলানো হতে পারে ব্যাক আপ দলের মাহমুদউল্লাহ-মোসাদ্দেককে।
আগামী নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভিন্ন পরিকল্পনা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের মাঝপথেই ইনজুরির কারণে দেশে ফিরে আসতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এই ইনফর্ম ব্যাটারকে নিয়ে কোনো ঝুঁকির পথে হাঁটবে না বিসিবি। বাজিয়ে দেখা হতে পারে ব্যাক আপ ক্রিকেটারদের। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমাদের প্লেয়াররা একটু ইনজুরিপ্রবণ। আমরা যদি মনে করি, আমাদের এগারো জন ঠিক করা খেলায়াড়ই বিশ্বকাপ খেলে আসবে, তাহলে এটা হবে ভুল। আমাদের ধারাবাহিক রিপ্লেসমেন্টের প্রয়োজন হবে। সেজন্য স্ট্যান্ড-বাই খেলোয়াড়দের কাউকেই ছোট করে দেখার উপায় নেই।
অস্ত্রোপচার হওয়ায় এবাদত হোসেন আগেই ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। তাই মূল পেসারদের দেয়া হতে পারে ছুটি। তাসকিন আহমেদের সাথে শরিফুলকে হয়তো দেখা যাবে না সিরিজে। বিকল্প পেসার হিসেবে তানজিম সাকিব, খালেদ আহমেদকে দেখা যেতে পারে স্কোয়াডে। সেই সাথে মাহমুদউল্লাহ রিয়াদ-মোসাদ্দেক সৈকতের জায়গাও এক প্রকার নিশ্চিত।
বিসিবি সভাপতি বলেন, কিউইদের বিপক্ষে সিরিজটাতে অনেকেই সুযোগ পাবে। তাদের দেখে সম্ভাব্য সেরা স্কোয়াডটা আমরা ঘোষণা করতে চাই। স্কোয়াড ঘোষিত হতে পারে ২৬ বা ২৭ তারিখে। আমার মনে হয়, রিয়াদ বা মোসাদ্দেকের সুযোগ আসতে পারে সেই সিরিজে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে কোন ধরণের বাধা নিষেধ ছাড়াই ব্যাটিং শুরু করার কথা সাবেক অধিনায়ক তামিম ইকবালের। খেলবেন পেসারদের বল। এভাবে যদি এই ওপেনারের পুনর্বাসন প্রক্রিয়া এগোতে থাকে, তাহলে ২১ সেপ্টেম্বর মিরপুরে আবারও লাল সবুজ জার্সিতে ফিরবেন তামিম।
/এএম
Leave a reply