ভয়াবহ সাইক্লোনের তাণ্ডবে ব্রাজিলের দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৭ জনে। এখনও নিখোঁজ অনেকে। ড্রোন ফুটেজে দেখা যায় ধ্বংসযজ্ঞের চিত্র। ধ্বংসস্তূপের মাঝে নিখোঁজদের সন্ধান করছে জরুরি বিভাগ। খবর রয়টার্সের।
সাইক্লোনের পর টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় রিও গ্রানাদে দো সুল রাজ্যের বেশ কয়েকটি শহরে। স্থানীয় নদীর পানি উপচে পড়ায় ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট। তলিয়েছে বাড়িঘরও। উঁচু মহাসড়কে অবস্থান নিয়েছেন অনেকে। তবে টানা বৃষ্টির কারণে পানি পৌঁছে গেছে সেখানেও।
আরও দুই দিন বৃষ্টিপাত হতে পারে বলে শঙ্কা আবহাওয়া বিভাগের। চলতি বছর ব্রাজিলের সাও পাওলোয় বন্যায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের।
/এমএন
Leave a reply