এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন। দুই ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে এগোরাটায় বাংলাদেশে ভাঙা মন নিয়ে ফিরেছেন ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
দেশে ফিরে অবশ্য কোনো গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি। ইনজুরি আর পাকিস্তানের বিপক্ষে দলের বাজে হারের খবরে মুখ ভার করে বিমান বন্দর থেকে বেরিয়ে আসেন শান্ত। ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটারের জন্য গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও এরিয়ে যান তিনি।
গুঞ্জন আছে, ইনজুরির কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে শান্তকে। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও দলে থাকবেন না এই ব্যাটার। দ্রুত রিহ্যাব শুরু করবেন নাজমুল শান্ত। কারণ, বিশ্বকাপে পুরোপুরি ফিট শান্তকে দলের সবচেয়ে বেশি প্রয়োজন।
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান শান্তর। দুই ইনিংস মিলিয়ে রান করেছেন ১৯৩। শ্রীলঙ্কার বিপক্ষে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে খেলেন ১২২ বলে ৮৯ রানের দারুণ এক ইনিংস। আফগানদের বিপক্ষে করেছেন সেঞ্চুরিও।
/এএম
Leave a reply