‘ভারত কি পাকিস্তানের কাছে হারের ভয় পাচ্ছে?’

|

ছবি: সংগৃহীত

ভারত কি পাকিস্তানের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছে? এসিসির সিদ্ধান্তের সমালোচনা করে এমন প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজাম শেঠি। তার দাবি, বৃষ্টির পূর্বাভাস থাকার পরও শুধুমাত্র ভারতের ইচ্ছায় কলম্বোতেই সুপার ফোরের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসিসি।

হাইব্রিড মডেলে এশিয়া কাপ মাঠে গড়ালেও ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। ক্যান্ডিতে বৃষ্টির কারণে নিষ্পত্তি হয়নি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। সুপার ফোরের লঙ্কান পর্বের লড়াই গড়াবে টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত কলম্বোতে। আবাহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির হানা থাকবে কলম্বো পর্বেও।

এনিয়ে জরুরী সভায় বিকল্প ভেন্যু হাম্বানটোটার কথা ভেবেছিল এসিসি। কিন্তু শেষ মুহুর্তের নাটকীয়তায় বদলেছে সিদ্ধান্ত। ভারতের ইচ্ছাতেই নাকি এমনটা হয়েছে। এমন দাবি করে পিসিবির সাবেক প্রধান নাজাম শেঠির প্রশ্ন, ভারত কি পাকিস্তানের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছে?

নাজাম শেঠি বলেন, বিসিসিআই/এসিসি পিসিবিকে প্রথমে জানিয়েছিল, বৃষ্টির কথা মাথায় রেখে ভারত-পাকিস্তান ম্যাচ কলম্বো থেকে হাম্বানটোটায় নেয়া হয়েছে। এরপর এক ঘন্টার মধ্যেই তারা নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে, ভেন্যু হিসেবে কলম্বোকেই ঘোষণা করলো। হচ্ছেটা কী? ভারত কি পাকিস্তানের কাছে হারের ভয় পাচ্ছে? বৃষ্টির পূর্বাভাস তো দেখুন।

নাজাম শেঠি বিসিসিআইকে একহাত নিলেও বিপরীত চিত্র চিরপ্রতিদ্বন্দ্বী দুই বোর্ডের সম্পর্কে। এশিয়া কাপের সুবাদে পিসিবির আমন্ত্রণে দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফর করলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লা। পাক বোর্ডের আতিথেয়তা মুগ্ধ এই দুই কর্তা। পাশাপাশি ২০১২ সালে বন্ধ হওয়া দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর ব্যাপারেও আশাবাদ প্রকাশ করেন তারা।

বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, পাকিস্তানে খুব ভালো বৈঠক হয়েছে। তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বোর্ড কিছু বলতে পারে না। এটা সরকারের ব্যাপার। তারাই সিদ্ধান্ত নেবে। আমরা অপেক্ষা করে দেখি। তবে আশা করি এটা হবে। কারণ বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে আসছে।

এরআগে অ্যাশেজের মতো করে দু’দেশের মধ্যে জিন্নাহ-গান্ধী সিরিজ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিলেন পিসিবি প্রধান জাকা আশরাফ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply