ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ২০ জনের। এ নিয়ে চলতি বছর প্রাণহানির সংখ্যা হলো ৬৯১। চলতি মাসেই মারা গেছে ৯৮ জন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য বলছে, গেলো দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৫ জন। রাজধানীতে মৃতের হার এখন শূন্য দশমিক আট শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজধানীতে ১১ জন, বাকি ৯ জন ঢাকার বাইরে। শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৬৮৯ জন রোগী। চলতি মাসের প্রথম সাত দিনে হাসপাতালে নতুন রোগীর সংখ্যা প্রায় ১৬ হাজার ৯০৩।
এটিএম/
Leave a reply