মিরপুরে পুরোদমে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম ইকাবাল। গুরু সালাহউদ্দিনের সাথে এদিন অনুশীলন করেন এই ওপেনার। বাঁধা-নিষেধ ছাড়াই এখন থেকে ফুল ফেইজে ব্যাট করতে পারবেন এই ওপেনার। তামিমের পাশের নেটে ব্যাট করেছেন সৌম্য, নিত্যদিনের রুটিনে অনুশীলনে দেখা গেছে রিয়াদকেও। এশিয়া কাপে দলের ব্যর্থতায় ঘুরে ফিরে যে আলোচনায় তামিম-রিয়াদই।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে কোনো ধরণের বাঁধা-নিষেধ ছাড়াই ব্যাটিং শুরু করার কথা ছিল তামিম ইকবালের। সেই রুটিনে আজ মিরপুরে চেনা রূপে দেখা মিললো খান সাহেবের। একাডেমি মাঠে ব্যাট করেছেন ফুল ফেইজে। এতদিন স্পিনারদের বিপক্ষে ব্যাট করলেও মঙ্গলবার থেকে পেসারদের বিপক্ষেও অনুশীলন করছেন তিনি। করেছেন সাবলীল ব্যাটিং।
তামিমকে সঙ্গ দিতে তপ্ত গরম উপেক্ষা করে হোম অব ক্রিকেটে ছিলেন কোচ সালাহউদ্দিন। শিষ্যের ব্যাটিং দেখেছেন, দিয়েছেন ভুল শুধরে সেরাটা দেয়ার পরামর্শ। দীর্ঘসময় কোচের সাথে আলাপচারিতায় দেখা গেছে এই ওপেনারকে। জাতীয় দলের জার্সিতে ফেরার চেষ্টা, তেষ্টা কোনো কিছুতেই কমতি নেই তামিমের।
তামিমের সাথে এদিন পাশের নেটে ব্যাট করেছেন সৌম্য সরকারও। কিছুসময় পর প্রতিদিনের মতো অনুশীলনে হাজির মাহমুদউল্লাহ রিয়াদও। এশিয়া কাপের জুনিয়রদের ব্যর্থতায় ঘুরে ফিরে আসছে তামিম-রিয়াদের অভিজ্ঞতার কথা।
পুর্নাবাসন প্রক্রিয়া যদি সঠিকভাবে এগোতে থাকে, তবে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে আবারো লাল সবুজ জার্সিতে ফিরবেন তামিম। সেই ম্যাচ মাহমুদউল্লাহ রিয়াদেরও হতে পারে কামব্যাক ম্যাচ।
/আরআইএম
Leave a reply