ভোরে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা; সরাসরি দেখবেন যেভাবে

|

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির যাদুতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপ ঘরে তুলে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতার ৯ মাসও পার হয়নি। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

নিজেদের ঘরের মাঠ বুয়েনস আইরেসে এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ইকুয়েডরকে আতিথ্য দেবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায়। মেসিদের আগামীকালের ম্যাচটি সরাসরি দেখা যাবে না কোনো টেলিভিশন চ্যানেলে। তবে বাংলাদেশের মেসি ভক্তদের জন্য থাকছে সুখবর। এই লিংকে গিয়ে অনলাইনে সরাসরি দেখতে পারবেন মেসিদের খেলা।

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফুটবল জাদুকর। নিয়মিত গোল করার পাশাপাশি ক্লাবটিকে জিতিয়েছেন শিরোপা। মায়ামির জার্সিতে ১১ ম্যাচে করেছেন ১১ গোল। নীল-সাদা জার্সিতেও মেসি-ম্যাজিক দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।

যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজন করবে উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। তিন দেশ স্বাগতিক হওয়ায় বাকি ৪৫টি জায়গার জন্য লড়াই হবে এবারের বিশ্বকাপের বাছাইপর্বে। ল্যাটিন অঞ্চল থেকে চারটির পরিবর্তে সরাসরি ৬ দল জায়গা পাবে বিশ্বকাপে। প্লে অফের বাধা পেরোতে পারলে সংখ্যাটা ৭ হবার সুযোগও থাকবে।

এই সপ্তাহে বাছাইয়ের আরেকটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ১২ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া। এই দুটি ম্যাচের জন্য এক সপ্তাহ ধরে অনুশীলন করছে বিশ্বচ্যাম্পিয়নরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply