গ্রিসের বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬

|

গ্রিসে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত লোকালয়। ছবি: রয়টার্স

গ্রিসের মধ্যাঞ্চলে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। নিখোঁজ রয়েছে আরও ৬ বাসিন্দা। এখন পর্যন্ত দুর্গত এলাকা থেকে ৮৮৫ জনকে উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানী এথেন্সে যে পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে, তা বাৎসরিক বৃষ্টিপাতের দ্বিগুণ।

বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত লোকালয়। প্রবল স্রোতে ভেসে যাচ্ছে যানবাহন। সংযোগ সেতু ও রাস্তাঘাট ভেঙ্গে পড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। সে কারণে দুর্গত এলাকায় আটকা পড়াদের উদ্ধারে ব্যবহৃত হচ্ছে রাবারের নৌকা ও হেলিকপ্টার। প্রতিবেশী তুরস্ক আর বুলগেরিয়াতেও হচ্ছে প্রবল বন্যা। দেশগুলোয় প্রাণ হারিয়েছেন ৯ জন।

উল্লেখ্য, গত মাসে গ্রিসের একাংশ পুড়ছিল ভয়াবহ দাবানলে। কমপক্ষে ২০ জনের প্রাণ যায়। ভস্মীভূত হয় ৩ লাখ ৪০ হাজার একর বনভূমি। এখন এলো বন্যা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply