সাইক্লোনের তাণ্ডবে লণ্ডভণ্ড ব্রাজিলের একাংশ। প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪০ জনে। এখনও নিখোঁজ ৯ বাসিন্দা। গৃহহীন হয়ে পড়েছেন আড়াই হাজারের কাছাকাছি। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আশঙ্কা, বাড়তে পারে মৃতের সংখ্যা। কারণ, দুর্গত এলাকাগুলোয় এখনও পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা।
গত সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ৬০টি শহর তছনছ হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রিও গ্রান্দে দো সুল প্রদেশের অবস্থা। সেখান থেকে ৩ হাজার বাসিন্দাকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। মুকুম শহরের একটি বাড়ি থেকেই মিলেছে ১৫ সদস্যের মরদেহ। আকস্মিক বন্যার কারণে পুরোপুরি ডুবে যায় বাড়িটি।
দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ৯৫ লাখ বাসিন্দা বন্যা-ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছেন। চলতি বছর ব্রাজিলের সাও পাওলোয় বন্যায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের।
/এএম
Leave a reply