সিরিয়ায় আরব সশস্ত্র জাতিগোষ্ঠী ও কুর্দি সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মধ্যকার চলমান সংঘাতে নিহত হয়েছে অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা আল জাজিরা।
গত সপ্তাহে দেইর আজ-জোর প্রদেশে আরব নেতা আহমাদ আল-খবিলকে আটকের পরই ছড়ায় উত্তেজনা। তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। অবশ্য তার আটকই যে সংঘাতের মূল কারণ, এমনটা অস্বীকার করেছে উভয়পক্ষ। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপের পরও আসেনি কোনো মীমাংসা।
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শাসন এসডিএফ’র হাতে। বিদ্রোহীদের সবশেষ ঘাঁটি আলেপ্পোর অবস্থান সেখানে। জ্বালানিসমৃদ্ধ অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েই আরবদের মূল মাথাব্যাথা। তাদের মূল অভিযোগ, বিদ্রোহীদের কারণে ব্যাঘাত ঘটছে ব্যবসায়। সিরিয়ায় এখনও প্রশিক্ষণ ও নিরাপত্তার স্বার্থে রয়েছেন ৯০০ মার্কিন সেনা। যাদের বেশিরভাগই কাজ করেন উত্তর-পূর্বাঞ্চলে।
/এআই /এএম
Leave a reply