জি-টোয়েন্টি স্টেট ডিনারে আমন্ত্রণ পাননি কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে

|

ছবি সংগৃহীত।

জি-টোয়েন্টি সম্মেলনের রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ পাননি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) তার দফতরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার রাতে প্রেসিডেন্টের আমন্ত্রণে ভারত মণ্ডপমে অনুষ্ঠিতব্য নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি সিনিয়র এ নেতাকে। সবচেয়ে পুরোনো ও প্রধান বিরোধী দলের সভাপতি হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর নৈশভোজে তার আমন্ত্রণ না পাওয়াকে ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। তিনি রাজ্যসভারও বিরোধী নেতা।

তবে স্টেট ডিনারে কংগ্রেস প্রধান অংশগ্রহণের ডাক না পেলেও, নিমন্ত্রণ জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সং এবং এইচডি দেব গৌড়াকে। এদিকে, আমন্ত্রণ পেয়েও যোগদানে অস্বীকৃতি জানিয়েছেন বিরোধী দলের অনেক মুখ্যমন্ত্রী।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply