এসিসির কাছে ক্ষতিপূরণ দাবি পাকিস্তানের

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ব্যবসায়িক লোকসানের জন্য এসিসি’র কাছে ক্ষতিপূরণ দাবি করেছে পাকিস্তান। ভারতের সাথে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এককভাবে টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হয় দেশটি। সহযোগি দেশ শ্রীলঙ্কায় বৃষ্টির কারণে প্রভাব পড়ছে ম্যাচ আয়োজনে। ফলে স্বাগতিক হিসেবে আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

এশিয়া কাপ শুরুর আগে কয়েক দফার বৈঠকের পর হাইব্রিড মডেলে খেলতে রাজি হয় ভারত ও পাকিস্তান। সহযোগি ভেন্যু হিসেবে চূড়ান্ত হয় শ্রীলঙ্কার নাম। তবে এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কায় প্রায় প্রতি ম্যাচেই তৃতীয় প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছে বৃষ্টি। ফলে ম্যাচের ভাগ্যেও তা ফেলছে প্রভাব। ভেন্যু পরিবর্তনের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল’কে চিঠি দিলেও কোনো সাড়া না পাওয়ার কথা জানান পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ ভেসে যায় বৃষ্টির জলে। সুপার ফোরেও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলায় বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। ভেন্যু চার্জসহ নানা কারণে স্বাগতিক হিসেবে পাকিস্তানের যে আয় হওয়ার কথা ছিল, তা থেকে বঞ্চিত হচ্ছে দেশটি। যে কারণে এসিসি’র কাছে ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি।

পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বলেন, শেষ মূহুর্তে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর পেছনে দায়ী কারা? আমাদেরকে না জানিয়েই ভেন্যু বদল করা হয়। এশিয়া কাপের সুপার ফোরে মাঠ বদলের কথা বলা হয়েছিল। কিন্তু ভারতের আপত্তিতে তা আর করা যায়নি।

এশিয়া কাপের বাকি ম্যাচগুলো পাকিস্তানে সরিয়ে নেয়ার পাশাপাশি প্রস্তাব দেয়া হয় ভারত-পাকিস্তান ম্যাচ দুবাইয়ে আয়োজনের। তবে এসিসি’র সভাপতি জয় শাহ সাফ জানিয়ে দেন পরিস্থিতি যেমনই হোক না কেন, আগের সূচি ও ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ম্যাচ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply