এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া অন্য কোনো পথ নেই সাকিব আল হাসানের দলের সামনে।
শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিন’টায়। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বসে সাকিব আল হাসানের দল। দ্বিতীয় পর্বের শুরুটা ভালো না হওয়ায় বাকি দুই ম্যাচে নিজেদের সেরাটা দিতে মরিয়া পুরো দল।
বাঁচা-মরার লড়াইয়ের আগে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। ওপেনার নাঈম শেখের পরিবর্তে এদিন একাদশে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। এছাড়া ব্যাটিং পজিশনেও রদবদল আসার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ওপেনে দেখা যেতে পারে লিটন দাসকে। অন্যদিকে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তাই শিরোপা মিশনে টাইগারদের আরেক প্রতিপক্ষ হতে পারে বেরসিক বৃষ্টি।
এদিকে, ছেড়ে কথা বলবে না শ্রীলঙ্কাও। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই মিশন শুরু হচ্ছে তাদের। ৫২ ওয়ানডের মুখোমুখি পরিসংখ্যানে শ্রীলঙ্কার জয় ৪১ ম্যাচে, আর বাংলাদেশের জয় ৯ ম্যাচে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, আনামুল হক বিজয়/নাইম শেখ, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
/আরআইএম
Leave a reply