বড় জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব মিশন শুরু করেছে ব্রাজিল। ঘরের মাঠে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রদ্রিগো ও নেইমার।
ম্যাঙ্গুইরাও স্টেডিয়ামে শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকরা আতিথ্য দেয় বলিভিয়াকে। এই ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিলো ক্যাসেমিরোর বাহুতে। নতুন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে প্রথম ম্যাচে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল।
ম্যাচে ১৭ মিনিটে এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কিন্তু দুর্বল শটে পেনাল্টি মিস করেন নেইমার। তবে ২৪ মিনিটে ঠিকই লিড নেয় স্বাগতিকরা। রাফিনিয়ার শট বলিভিয়া কিপার রুখে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে গোল আদায় করে নেন রিয়াল মাদ্রিদে খেলা ফরোয়ার্ড রদ্রিগো।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওরা। নেইমারের অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোল করেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। ৫৩ মিনিটে তৃতীয় গোল পায় ব্রাজিল। রদ্রিগো আবারও নাম তোলেন স্কোর শিটে। ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পান ব্রাজিল তারকা নেইমার। রদ্রিগোর অ্যাসিস্টে ব্রাজিলের জার্সিতে নিজের ৭৮তম গোল পান আল হিলাল তারকা ফরোয়ার্ড। ব্রাজিলের হয়ে ৭৮ গোল (১২৫ ম্যাচে) করে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন নেইমার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ গোল (৯২ ম্যাচে) করেন কিংবদন্তি পেলে।
৭৮ মিনিটে ভিক্টর আবরেগো এক গোল শোধ দেন বলিভিয়ার হয়ে। তবে ম্যাচের ইনজুরি টাইমে স্কোর শিটে আবার নাম তুলে ব্রাজিলের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন নেইমার। যার ফলে ব্রাজিলের হয়ে এখন ৭৯ গোলের মালিক এই ফরোয়ার্ড।
/এএম
Leave a reply